শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডে ‘খাঁচার ভিতর অচিন পাখি’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২২, ১০:৪৩ এএম

বর্তমান সময়ের আলোচিত তরুণ নির্মাতা রায়হান রাফি। তিনি ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত যে কয়েকটি সিনেমা করেছেন সব গুলোই হিটের তকমা পেয়েছে। এবার এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডে বেস্ট ফিউচার ফিল্ম ক্যাটাগরিতে সেরা ওয়েব ফিল্ম হিসেবে মনোনীত হয়েছে তার নির্মিত ‘খাঁচার ভেতর অচিন পাখি’।

জানা গেছে, ‘খাঁচার ভেতর অচিন পাখি’ সিরিজটি সামগ্রিক পুরস্কারের জন্য এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২২-এ সেরা ফিউচার ফিল্ম বিভাগে মনোনীত হয়েছে। বলিউডের রণবীর সিংহ অভিনীত '৮৩' সিনেমার সঙ্গে রায়হান রাফি নির্মিত ছবিটি প্রতিযোগিতা করবে। এছাড়া যেখানে এটি জাপান, চীন, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ইত্যাদি দেশের চলচ্চিত্রের সাথে প্রতিযোগিতা করবে।

এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডে প্রত্যেক বছরের ডিসেম্বরে প্রদান করা হয় সিঙ্গাপুরে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১৬টি দেশের চলচ্চিত্র এবং টেলিভিশন ইন্ড্রাস্টির শ্রেষ্ঠ কাজগুলোকে সম্মাননা দেয়। বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১০টায় এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডের ফেসবুক পেজ থেকে লাইভের মাধ্যমে তারা এ বছরের বিভিন্ন ক্যাটাগরিতে ন্যাশনাল উইনার ঘোষণা করে। প্রত্যেক ক্যাটাগরির ন্যাশনাল উইনারদের মধ্যে থেকে ডিসেম্বরের মূল আয়োজনে একজন চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে।

ফজলুর রহমান বাবু ও তমা মির্জা অভিনীত ওয়েব ফিল্ম ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওটিটি প্ল্যাটফর্ম চরকি'তে মুক্তি পায়। মুক্তি পর থেকে এতে অভিনয়ের জন্য বেশ প্রশংসা পেয়েছেন নায়িকা তমা মির্জা। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে বাবু ও তমার পাশাপাশি এখানে বিশেষ চরিত্রে দেখা গেছে ইন্তেখাব দিনার, নাসিরুদ্দিন ও সুমন আনোয়ারকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন