শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাকিস্তানে পেট্রোল-ডিজেলে লিটারে কমলো ১২ রুপি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০২২, ৩:৩৬ পিএম

পাকিস্তানে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। প্রতি লিটার পেট্রোলের দাম কমেছে ১২ দশমিক ৬৩ রুপি। আর লিটারে ডিজেলের দাম কমেছে ১২ দশমিক ১৩ রুপি।

স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে কার্যকর হয় নতুন দাম। ফলে এখন থেকে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ২২৪ রুপি ৮০ পয়সা। যা আগে ছিল ২৩৭ দশমিক ৪৩ রুপি। এ ছাড়া ডিজেলের দাম ২৪৭ দশমিক ৪৩ রুপি থেকে এখন দাড়িয়েছে ২৩৫ দশমিক ৩০ রুপিতে।
অর্থাৎ পাকিস্তানে প্রতি লিটার পেট্রোলের দাম এখন বাংলাদেশি মুদ্রায় ৯৯ দশমিক ৮৮ টাকা। আর ডিজেলের দাম প্রায় ১০৫ টাকা।
আনুষ্ঠানিকভাবে গতকাল শুক্রবার এই ঘোষণা দেন পাক অর্থ মন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বিস্তারিত আলোচনার পর তেলের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে। অনেকে মনে করছেন, সরকারের এমন পদক্ষেপে স্বস্তি পাবে জনগণ।
চলতি বছরের শুরু থেকেই পাকিস্তানে বাড়তে থাকে জ্বালানির দাম। এ ছাড়া দেখা দেয় চরম অর্থনৈতিক মন্দাভাব।
ভয়াবহ বন্যার কারণে সেই সংকট আরও বৃদ্ধি পায়। অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা চাওয়া হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের কাছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন