বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এক সময়ের সাড়া জাগানো চিত্রনায়িকা রঞ্জিতা অসুস্থ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

এক সময়ের চলচ্চিত্র অভিনেত্রী রঞ্জিতা প্যারালাইজড হয়ে গেছেন। গত ২৮ সেপ্টেম্বর স্ট্রোক করে তার বাঁ পা এবং বাঁ হাত অবশ হয়ে গেছে। চিকিৎসা করা বা হাসপাতালে ভর্তি হওয়ার মতো তার আর্থিক সামর্থ্য নেই। অসুস্থ হয়েই ঘরে পড়ে আছেন। অতি কষ্টে তার দিন কাটছে। ঠিক মতো কথা বলতে পারেন না। এই অসহায় অবস্থায় পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীসহ শিল্পী সমাজকে তার পাশে দাড়ানোর অনুরোধ করেছেন তিনি। এক সময় তার সব ছিল। আজ তিনি নিঃস্ব। তার অভিযোগ সবকিছু আত্মসাৎ করেছেন তার বোন এবং বোনের স্বামী। উল্লেখ্য, ৮০ দশকে নায়করাজ রাজ্জাকের হাত ধরে ‘ঢাকা-৮৬’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় রঞ্জিতার। এ সিনেমায় বাপ্পারাজের বিপরীতে তিনি নায়িকা ছিলেন। সিনেমায় ‘পাথরের পৃথিবীতে কাচের হৃদয়’ গানটি এখনও দর্শকের মুখে মুখে ফেরে। এ সিনেমার পর রঞ্জিতা জ্বিনের বাদশা, কুংফু কন্যা, রাজা মিস্ত্রি, মরণ লড়াইসহ অনেক হিট সিনেমায় অভিনয় করেন। ৮০ দশকে সাড়া জাগানো সঙ্গীতশিল্পী মরহুম জুয়েল তার বড় ভাই ছিলেন। জুয়েলের গাওয়া ‘যাই বলে যেতে নাইরে, আরেকটু বসে যা নারে’, ‘এক ঢালি ফুল’সহ আরও অনেক গান ব্যাপক জনপ্রিয়তা পায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন