টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহর আলী (৭০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) রোববার সকাল সাড়ে নয়টার দিকে স্ট্রোকজনিত রোগে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ সংখ্যগুনগ্রাহী রেখে গেছেন। বাদ আছর মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্র জানায়, গত এক সপ্তাহ আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হলে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ছুটি নিয়ে বাড়িতে নিয়ে আসা হলে রোববার সকালে মৃত্যুবরণ করেন।
এদিকে ওয়ার্ড বিএনপির সভাপতি শহর আলীর মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদ সোহরাব, পৌর বিএনপির আহবায়ক হযরত আলী মিয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন