শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

৩ বছর পর সিলেটে প্রিমিয়ার ফুটবল

সিলেট ব্যুরো : | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

 অবশেষে মাঠে গড়াচ্ছে ‘সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ ২০২২-২৩’। এতে অংশ নিচ্ছে সিলেটের স্বনামধন্য ১০টি ক্লাব। প্রায় তিন বছর পর ফুটবলের এ আয়োজনে চাঙ্গাভাবে অনুরাগীরা। আগামী ৬ অক্টোবর সিলেট জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে আঞ্চলিক পর্যায়ের এ টুর্নামেন্টটি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. মজিবর রহমান। গতকাল বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অ্যাডভোকেট নিজাম উদ্দিন। সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ৬ অক্টোবর লিগভিত্তিক এ টুর্নামেন্টটি শুরু হয়ে চলবে ৫ নভেম্বর পর্যন্ত। এতে স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি অংশ নেবেন জাতীয় পর্যায়ের খেলোয়াড়েরাও। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১০টি ক্লাবগুলো হচ্ছে মোহামেডান স্পোর্টিং, আবাহনী ক্রীড়া চক্র, সিলেট ইউনাইটেড, গেøারিয়ার্স স্পোর্টিং, কসমস, জনতা, টিলাগড়, সিলেট স্পোর্টিং, সিলেট লাউয়াই স্পোর্টিং ও বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র। টুর্নামেন্টে স্পন্সর হিসেবে থাকছে মাহা, বারাকা গ্রæপ, কুশিয়ারা কনভেনশন হল ও হোটেল স্টার প্যাসিফিক। বন্যা ও করোনাসহ বিভিন্ন কারণে গেল প্রায় তিন বছর টুর্নামেন্টটি আয়োজন করা সম্ভব হয়নি। এবার তাই দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে সকল গ্যালারি। টুর্নামেন্টটি দর্শকপূর্ণ করতে চালানো হবে ব্যাপক প্রচার-প্রচারণা।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন