রাজধানী ইসলামাবাদের একটি আদালত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন আদেশ মঞ্জুর করেছে। গ্রেফতারি ফরওয়ানার এক দিন পর তিনি এ জামিন পেয়েছেন।
রোববার ইসলামাবাদ উচ্চ আদালত তাকে জামিন দেন। একইসাথে আগামী ৭ অক্টোবর তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ দিন প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
এর আগে গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ রহিম। গত ২০ আগস্ট এক সমাবেশে বিচারক ও পুলিশ কর্মকর্তাদের নামে মামলার হুমকি এবং একজন বিচারককে নিয়ে মন্তব্যের জেরে ইমরানের বিরুদ্ধে মামলা হয়েছিল। মামলার শুনানিতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করা হয়।
এ ঘটনায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ইমরান খানের বাড়ির সামনে জড়ো হয়। পরে সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এ মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতার না করার ইঙ্গিত দেন। তিনি বলেন, পরোয়ানাটি নিয়মিত ও জামিনযোগ্য। ফলে গ্রেফতারের কোনও প্রশ্ন নেই। এরমধ্যেই রবিবার তাকে জামিন দেন আদালত। সূত্র : আলজাজিরা
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন