শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

নিরপেক্ষ সরকার ছাড়া কেউ নির্বাচনে যাবে না : বিএনপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি এবং অন্যান্য বিরোধী দলগুলোর কেউ নির্বাচনে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল শুক্রবার রাজধানীর লালবাগ কেল্লার মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জোন-৪ এর লালবাগ, চকবাজার ও কামরাঙ্গীরচর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্যপণ্য মূল্য বৃদ্ধি, গণপরিবহন ভাড়া বৃদ্ধি, পুলিশের গুলিতে নিহত নুরে আলম, আব্দুর রহিম, শাওনের মৃত্যুর প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তি দাবিতে ঢাকা মহানগরে ১৬টি ধারাবাহিক সমাবেশের অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়। একই দাবিতে এর আগে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরে ১৩টি সমাবেশ হয়। এটি ছিল ১৪তম সমাবেশ।
নজরুল ইসলাম বলেন, এই অবৈধ, ফ্যাসিবাদী, অত্যাচারী, হত্যাকারী সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি এবং অন্যান্য বিরোধী দল কেউ নির্বাচনে যাবে না। সেই দাবি আদায়ের জন্য বিএনপি আন্দোলন করছে এবং বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করছে। আমরা এই সরকারের বিদায় চাই। নির্বাচনকালীন নিরপেক্ষ একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। সেই নির্বাচনে বিজয়ী হয়ে জনগণের সরকার কায়েম করতে চাই। সেই আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। তিনি বলেন, আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিলাম গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্র কি আছে? ভোট দেওয়ার কোনো সুযোগ আছে? আমরা যুদ্ধ করেছিলাম যাতে দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে, কিন্তু যে দেশে প্রতিদিন খাদ্যদ্রব্যের দাম বাড়ে, প্রতিনিয়ত পরিবহনের ভাড়া বাড়ে, চিকিৎসার খরচ বাড়ে, মানুষ অতিষ্ঠ, এরকম একটা দেশের জন্য আমরা যুদ্ধ করিনি।
আওয়ামী লীগের উদ্দেশ্যে নজরুল ইসলাম খান বলেন, আমরা বলিনি আপনারা পদত্যাগ করেন আমরা ক্ষমতায় বসবো। আমরা বলেছি আপনারা পদত্যাগ করেন, অবৈধ সংসদ বাতিল করেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করুন। জনগণকে ভোট দেওয়ার সুযোগ করে দেন জনগণ যাকে ভোট দেবে তারা ক্ষমতায় যাবে।
মহানগর দক্ষিণ বিএনপির নেতা মোশারফ হোসেন খোকনের সভাপতিত্বে ও হাজী শহীদুল ইসলাম বাবুলের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, মীর সরাফত আলী সপু, রফিকুল আলম মজনু, ইশরাক হোসেন, মীর নেওয়াজ আলী, আরিফা সুলতানা রুমা, হাজী মনির হোসেন, আনোয়ার পারভেজ বাদল প্রমূখ। ##

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন