শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মাতৃত্বকালীন অবসরে মাহিয়া মাহি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

মাতৃত্বকালীন অবসরে যাচ্চেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এজন্য শুটিং থেকে বিরতী নিয়েছেন। ইতোমধ্যে মাহি জানিয়েছেন, তার ঘর আলো করে আসছে কন্যা সন্তান। নামও ঠিক করে রেখেছেন। কন্যার নাম হবে ফারিশতা। মাহি বলেন, আমি এখন জীবনের সবচেয়ে আনন্দময় সময় পার করছি। মা হওয়ার অপেক্ষায় আছি। অনাগত সন্তানের জন্য নানা পরিকল্পনা করছি। এই পরিস্থিতিতে শুটিং করা সম্ভব নয়। তাই নতুন শুটিংয়ে অংশ নিচ্ছি না। সবার কাছে দোয়া চাই নতুন অতিথিকে যেন সুন্দরভাবে পৃথিবী আনতে পারি। উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের কামরুজ্জামান রাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় ব্যবসায়ী। এর আগে সিলেটের এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন