গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে শেখ হাসিনা বার্ন ইউনিটের ১৩ তলার কেবিনে অবস্থান করছেন তিনি। এখনও তার ডান হাতে ও শরীরের কিছু জায়গায় পোড়ার দাগ রয়েছে। কথা বলতে পারছেন তিনি। রনি সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন, সবার ভালবাসা দেখে মনে হচ্ছে, এই পোড়াটা দরকার ছিল। শারিরীক পরিস্থিতির কথা জানিয়ে রনি বলেন, আগে খুব ব্যথা করত। এখন আর ব্যথা নেই। এ কারণে এখন খুবই ভালো লাগছে। শেখ হাসিনা বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন জানান, এ সপ্তাহে রনিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হতে পারে। ছাড়পত্র দেওয়ার সময় মিডিয়াকে জানানো হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন