রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হ্যারি পটার সিরিজের ‘হ্যাগ্রিড’ আর নেই

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২২, ৯:৩৭ এএম

হ্যারি পটারের হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করা হলিউড অভিনেতা রবি কোল্ট্রান মারা গিয়েছেন। স্কটল্যান্ডের লারবার্টের ফোর্থ ভ্যালি রয়্যাল হাসপাতালে ৭২ বছর বয়সে রবি কোল্ট্রানের মৃত্যু হয়। শুক্রবার (১৪ অক্টোবর) রবি কোল্ট্রানের এজেন্ট বেলিন্ডা রাইট অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এক বিবৃতিতে কোল্ট্রানকে ‘অনন্য প্রতিভা’ হিসেবে বর্ণনা করেছেন রাইট। তিনি বলেন, ‘হ্যাগ্রিড রূপে কোল্ট্রানকে সম্ভবত কয়েক দশক ধরে সবচেয়ে বেশি মনে রাখা হবে। এটি এমন একটি চরিত্র যা শিশু এবং প্রাপ্তবয়স্ক সবাইকেই সমানভাবে আনন্দ দিয়েছিল। এ কারণে গত ২০ বছরেরও বেশি সময় ধরে প্রতি সপ্তাহে তার কাছে ভক্তদের অসংখ্য চিঠি আসত। ব্যক্তিগতভাবে আমি তাকে একজন অবিচলিত অনুগত ক্লায়েন্ট হিসেবে মনে রাখব। একজন দুর্দান্ত অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি দারুন বুদ্ধিমান মানুষ ছিলেন। তাকে অনেক মিস করব।’

রাইট আরো জানান, ‘রবি কোল্ট্রান তার বোন অ্যানি রে, তার সন্তান স্পেন্সার, অ্যালিস এবং তাদের মা রোনা জেমেলকে রেখে গেছেন। লারবার্টের ফোর্থ ভ্যালি রয়্যাল হাসপাতালের চিকিৎসাকর্মীদের যত্ন ও ভালোবাসার জন্য ধন্যবাদ জানাতে চান তারা।’

এদিকে কোল্ট্রানের মৃত্যুতে শোক জানিয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন। তিনি বলেন, ‘একজন অভিনেতা হিসেবে তার পরিসীমা এবং গভীরতা ছিল... স্বতঃস্ফূর্ত কমেডি থেকে শুরু করে কাঠখোট্টা নাটকে তার অসাধারণ পদচারণ ছিল। রবি কোল্ট্রান, স্কটিশ বিনোদন কিংবদন্তি-আপনাকে খুব মিস করব। শান্তিতে ঘুমান’

বিখ্যাত এই অভিনেতার কর্মজীবন শুরু হয়েছিল ১৯৭৯ সালের টিভি সিরিজ প্লে ফর টুডের মাধ্যমে। এছাড়াও বিবিসি টিভি কমেডি সিরিজ এ কিক আপ দ্য এইটিজ এ অভিনয় করেও বেওশ খ্যাতি পেয়েছিলেন এ অভিনেতা। রুবিয়াস হ্যাগ্রিড ব্রিটিশ লেখিকা জে. কে. রাউলিং রচিত হ্যারি পটার উপন্যাস সিরিজের একটি কাল্পনিক চরিত্র। হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করে রবি কোল্ট্রান জনপ্রিয়তা পেয়েছিলেন। এছাড়া নাটকে তার অভিনয়ের জন্য ২০০৬ সালের নববর্ষের সম্মানীদের তালিকায় কোলট্রেনকে ওবিই করা হয়েছিল এবং ২০১১ সালে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তাকে বাফটা স্কটল্যান্ড পুরস্কারে ভূষিত করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন