শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চুয়াডাঙ্গায় আদালত চত্বর থেকে হাতকড়া খুলে কৌশলে পালিয়ে গেছে ডাকাতি মামলার আসামী

চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ অক্টোবর, ২০২২, ৫:৫২ পিএম

চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বর থেকে হাতকড়া খুলে কৌশলে পালিয়ে গেছে আজিজুল শেখ (২৮) নামে এক ডাকাতি মামলার আসামী।
রবিবার বেলা ১১টার দিকে জেলা কারাগার থেকে প্রিজনভ্যানে করে কোর্ট কাস্টাডিতে নেয়ার সময় সে কৌশলে পালিয়ে যায়।
পালিয়ে যাওয়া আসামী আজিজুল শেখ গোপালগঞ্জের মকছদপুর উপজেলার জলিরপাড় আশ্রয়কেন্দ্রের মরহুম ফজল শেখের ছেলে। তার বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় ডাকাতি মামলা রয়েছে। যার নম্বরঃ ৪৮ তারিখঃ ২৯.০৮.২০১৬, ৩৯৫/৩৯৭ দন্ডবিধি এবং এস/সি নম্বরঃ ৮৬৮/১৯। সে চুয়াডাঙ্গা জেলা কারাগারে বন্দি ছিল।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, ঘটনার সময় জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানটি আদালত প্রাঙ্গনে পৌঁচ্ছুলে আসামীদের নামানোর পর আজিজুল শেখ হাতকড়া রেখে কৌশলে পালিয়ে যায়। পুলিশ তার পেছনে ধাওয়া করেও আটক করতে পারেনি। পলাতক আসামীকে গ্রেফতারের জন্য জেলা পুলিশের একাধিক দল বিশেষ অভিযান পরিচালনা করছে। ওই ঘটনায় পুলিশ সদস্যদের অবহেলার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন