শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

হত্যা চেষ্টা মামলার আসামীদের গ্রেফতার দাবি

প্রকাশের সময় : ১৮ মে, ২০১৬, ১২:০০ এএম

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা

মঠবাড়িয়া উপজেলার ১১নং বড় মাছুয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোঃ নাছির উদ্দিন হাওলাদারকে হত্যা চেষ্টা মামলার আসামীদের গ্রেফতারের দাবি করেছে উপজেলা যুবলীগ। সোমবার রাতে স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীন। লিখিত বক্তব্যে জানানো হয়, গত ১১ মে বুধবার রাত সাড়ে ১০টার দিকে মঠবাড়িয়া পৌর শহরের কুয়েত প্রবাসী হাসপাতালের সামনে ইশরাত জাহান মেডিকেল হলে বসা থাকা অবস্থায় নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিনকে ৪/৫টি মোটরসাইকেলে ৮/৯ জন দুর্বৃত্ত এসে বোমার বিস্ফোরণ এবং পিস্তল দিয়ে গুলি করে হত্যার চেষ্টা করে পালিয়ে যায়। থানা পুলিশ বোমা বিস্ফোরণের আলামত জব্দ করে নিয়ে যায়। ওই রাতেই নাছির উদ্দিন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে তাকে হত্যা চেষ্টার লিখিত অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ পরদিন বৃহস্পতিবার রাতে লিখিত অভিযোগটি মামলা হিসেবে রজ্জু করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন