শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আকবরের ডান পা কেটে ফেলা হয়েছে

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

ডায়াবেটিস ও কিডনী রোগে আক্রান্ত সঙ্গীতশিল্পী আকবরের ডান পা কেটে ফেলতে হয়েছে। রামপুরাস্থ বেটার লাইফ হাসপাতালে ভর্তি গায়ক আকবরের অবস্থার অবনতি হওয়ায় তার পা কেটে ফেলা হয়। গত রোববার রাতে আকবরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার মেয়ে অথৈ এক পোস্টে জানান, আব্বুর অপারেশন শেষ হয়েছে। আব্বুর ডান পা কেটে ফেলে দিয়েছে। খুব কষ্ট হচ্ছে আমার। আব্বুর দিকে আমি তাকাতে পারছি না। আমি কিছুতেই মানতে পারছি না আমার আব্বুর পা নেই। কয়েক বছর ধরেই নানা রোগের সঙ্গে লড়াই করছেন গায়ক আকবর। তার দুটি কিডনীই নষ্ট হয়ে গেছে। পরে শরীরে পানি জমার কারণে তার ডান পায়ে ক্ষত সৃষ্টি হয়। গত ১০ অক্টোবর বেটার লাইফ হাসপাতালে ভর্তি করা হয় আকবরকে। এর আগে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। আকবরের স্ত্রী কানিজ ফাতেমা জানান, এই কয়েক দিন ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন। কিন্তু তার পা রাখা সম্ভব হলো না। সবাই তার জন্য দোয়া করবেন। উল্লেখ্য, ২০০৩ সালে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ অনুষ্ঠানে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে যাবে’ গানটি গেয়ে পরিচিতি পান আকবর। এরপর নিজের মৌলিক গান ‘তোমার হাতপাখার বাতাসে’ গান দিয়ে ব্যাপক শ্রোতাপ্রিয়তা পান। এ গানের মডেল হয়েছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা। গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে আকবর যশোরে রিকশা চালাতেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন