শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড উপস্থাপনায় কোনাল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

সঙ্গীতশিল্পী সোমনুর মনির কোনাল ১৭তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড উপস্থাপনা করবেন। আজ পদ্মাসেতুর ওপারে শেখ রাসেলের জন্মদিনে শেখ রাসেল ক্যান্টনমেন্টে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, পদ্মাপাড়ে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় আয়োজন। উপস্থিত থাকবেন সঙ্গীতসহ সব অঙ্গনের তারকারা। এর আগে কোনাল সিঙ্গাপুরে চ্যানেল আই পারফরম্যান্স অ্যাওয়ার্ডের উপস্থাপনা করেছিলেন। তিনি বলেন, সেটি ছিল ৭-৮ বছর আগের ঘটনা। তবে এবার হচ্ছে আরও বড় এবং গ্র্যান্ড আয়োজন। তাছাড়া ক্যান্টনমেন্ট এলাকায় সৈনিকদের সামনে কাজটি করব, যারা সব সময় দেশের জন্য নিবেদিত থাকেন। তাই এই অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্ব নেওয়াটা আমার জন্য অত্যন্ত গৌরবের বলে মনে করি। উল্লেখ্য, কোনাল ছাড়াও অনুষ্ঠানটি পস্থাপনা করবেন সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল ও উপস্থাপক অপু মাহফুজ। অনুষ্ঠানটি চলতি মাসের শেষে চ্যানেল আইয়ে এবং চ্যানেল আইয়ের ইউটিউবে প্রচার হওয়ার কথা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন