শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ঢাকায় মুক্তি পাচ্ছে রকে’র সিনেমা ব্ল্যাক অ্যাডামস

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

আগামী শুক্রবার বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে হলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ব্ল্যাক অ্যাডাম’। একই দিনে ঢাকার স্টার সিনেপ্লেক্সেও সিনেমাটি মুক্তি পাবে। সিনেপ্লেক্সের মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ জানান, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চলছে এ সিনেমা নিয়ে। দর্শকদের চাহিদার কারণে এরইমধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইনে এবং হল কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে। ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন অভিনীত ‘ব্ল্যাক অ্যাডাম’ ওয়ার্নার ব্রাদার্স এবং নিউ লাইন সিনেমার চলচ্চিত্র ‘শাজাম’-এর ¯িপন-অফ। এ চরিত্রটি প্রথম ১৯৪০-এর দশকে ডিসি কমিক্সে ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছিল। কয়েক বছর পর ২০০০ সালে এটি অ্যান্টি-হিরো হিসেবে আবির্ভূত হয়। মিশরীয় দেবতাদের ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ‘ব্ল্যাক অ্যাডাম’। প্রায় পাঁচ হাজার বছর পর পার্থিব সমাধি থেকে মুক্ত হয়েই আবারও কারাবন্দি হয় সে। শুরু হয় আধুনিক বিশ্বে ন্যায়বিচার আর প্রতিশোধের এক রোমাঞ্চকর লড়াই। ‘ব্ল্যাক অ্যাডাম’ চরিত্রে অভিনয় করেছেন ডোয়াইন জনসন। এ ছাড়া বড় চমক হিসেবে দেখা যাবে সাবেক জেমস বন্ড তারকা পিয়ার্স ব্রসনানকে। সিনেমাটির প্রথম ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন