বাংলাদেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে মিসেস ইউনিভার্স বাংলাদেশ-২০২২। আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। গত ১২ অক্টোবর শেষ হয়েছে দ্বিতীয় রাউন্ড অডিশন। প্রায় আট হাজার প্রতিযোগী রেজিস্ট্রেশন করে প্র্রতিযোগিতায়। সেখান থেকে বাছাই করে পাঁচ শতাধিক প্রতিযোগীকে আমন্ত্রণ জানানো হয় প্রথম রাউন্ড অডিশনের জন্য। অনুষ্ঠানের ডিরেক্টর আফসানা হেলালী জোনাকী জানান, এই অডিশনের মাধ্যমে ১০০ জনকে নির্বাচন করা হয়। পরে তাদেরকে নিয়ে ৩ দিনের গ্রুমিং ও মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় রাউন্ড অডিশনের মাধ্যমে টপ ৫০ জনকে নির্বাচন করা হয়। এদের নিয়ে আবার হবে গ্রুমিং সেসন র্পযায়ক্রমে ২০ জন ও ১০ জনকে নির্বাচন করে অনুষ্ঠিত হবে ফাইনাল রাউন্ড। তিনি জানান, আমাদের দেশের বিবাহিত মেয়েরা তাদের প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে পারে না বিভিন্ন কারনে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সেসব নারী নিজেদেরকে তুলে ধরতে পারেন এবং দেশকে উপস্থাপন করতে পারেন আন্তর্জাতিক অঙ্গনে। এবারের চ্যা¤িপয়ন ইন্টারন্যাশনাল রাউন্ডের জন্য যাবেন দক্ষিণ কোরিয়া। সেখানে বসবে মিসেস ইউনিভার্স ২০২২ এর ৪৩তম আসর। আয়োজকরা জানান, শুধু পুরুষের পাশাপাশি নয়, সফল্যে নারীরা পুরুষের চেয়েও এগিয়ে আছে অনেক ক্ষেত্রে। নারীরা অনেক বেশি চ্যালেজিং। তাই সর্বক্ষেত্রে নারীদের এগিয়ে আসতে হবে এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বজয় করতে হবে। এরকম একটি প্ল্যাটফর্ম নারীদের অগ্রযাত্রায় বিশেষ ভুমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২-এর টাইটেল ¯পন্সর বিবিবি (বিডি বাজেট বিউটি) এবং সহযোগী আয়োজক ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন