শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বিভিন্ন কর্মসূচি

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বিভিন্ন সংগঠন আগামীকাল মোবারক র‌্যালি ও ইসলামী সম্মেলনের কর্মসূচি দিয়েছে।
জৈনপুর দরবার শরীফ
আগামীকাল ১২ রবিউল আউয়াল উপলক্ষে আব্বাসী মনজিল জৈনপুরী দরবার শরীফ পাঠানটুলী নারায়ণগঞ্জে বাদ মাগরিব থেকে বার্ষিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব ও আখেরী মুনাজাত করবেন সাইয়েদ মুহাম্মদ এনায়েত উল্লাহ আব্বাসী পীর সাহেব জৈনপুরী।
তালামীযের মুবারক র‌্যালি আজ
মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া মিলাদুন্নবী (সা:) র‌্যালি বাস্তবায়ন কমিটি সিলেটের উদ্যোগে আজ সোমবার সিলেট নগরীতে মোবারক র‌্যালি  বের করবে। সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল ডি.ওয়াই কামিল মাদরাসা প্রাঙ্গণে সকাল ১১টায় জমায়েত হয়ে র‌্যালি-পূর্ববর্তী আলোচনা সভার পর বাদ জোহর র‌্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। র‌্যালিকে সুন্দর ও সার্থক করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে র‌্যালি বাস্তবায়ন কমিটি। র‌্যালি সফল করতে গতকাল বিকেলে সিলেট নগরীতে ট্রাকযোগে প্রচার মিছিল করেছে র‌্যালি বাস্তবায়ন কমিটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
saleh ahmed ১৩ ডিসেম্বর, ২০১৬, ৭:৪০ পিএম says : 0
shokol eider shera eid eide miladunnobi sm: mumineri eid.
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন