শ্রোতাপ্রিয় ব্যান্ডদল চিরকুটের ২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কনসার্টের আয়োজন করা হচ্ছে। এই কনসাটের্র আয়োজন করতে যাচ্ছে এশিয়াটিক ইএক্সপি। কনসার্টের নাম দেয়া হয়েছে ‘লাইভ.বিলিভ.২০.কনসার্ট’। এটি আগামী বছরের জানুয়ারিতে হবে। উল্লেখ্য, চিরকুটের যাত্রা শুরু হয় ২০০২ সালে। শারমিন সুলতানা সুমি চিরকুটের প্রধান, গিটারে ইমন চৌধুরী ও রায়হান ইসলাম শুভ্র, কী-বোর্ডে জাহিদ নিরব, ড্রামস ও পারকাশনে পাভেল আরিনকে নিয়ে চিরকুট গঠিত হয়। অল্প সময়েই দলটি শ্রোতাদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। কয়েক মাস আগে দলটি নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে বিশ্বখ্যাত ব্যন্ড স্করপিয়নসের সাথে একমঞ্চে পারফর্ম করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন