আগামী ২৭ জানুয়ারি মুক্তি পাবে খন্দকার সুমন পরিচালিত গণঅর্থায়নে নির্মিত সিনেমা ‘সাঁতাও’। তার আগে সিনেমাটি ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’, গোয়া উৎসবের ৫৩ তম আসরে অংশগ্রহণ করবে। আগামী ২০-২৮ নভেম্বর ভারতের গোয়া শহরে উৎসবের সিনেমা অব দ্যা ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি। চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল, ফজলুল হক মো. সালাউদ্দিন, সাবেরা ইয়াসমিন, স্বাক্ষ্য শাহীদ, শ্রাবণী দাস রিমি, তাসমিতা শিমু, মিতু সরকার, ফারুক শিয়ার চিনু, আফ্রিনা বুলবুল, রুবল লোদী, কামরুজ্জামান রাব্বী, আব্দুল আজিজ মন্ডল, বিধান রায়, জুলফিকার চঞ্চল, বিনয় প্রসাদ গুপ্ত, সুপিন বর্মণ, রেফাত হাসান সৈকতসহ তিস্তাবাজার এলাকাবাসী। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাপনের চিত্রায়নের প্রয়াসে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সার্বজনীন রূপ এবং সুরেলা জনগোষ্ঠীর সুখ-দুঃখ, হাসি-কান্নায় আবর্তিত হয়েছে এর কাহিনী। আইডিয়া এক্সচেঞ্জ এর ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন শরিফ উল আনোয়ার সজ্জন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন