অভিনেত্রী মৌমিতা মৌ এখন অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমা এবং নাটক উভয় ক্ষেত্রেই ব্যস্ত সময় পার করছেন। তবে এই কাজের মধ্যেও বিয়ের বিষয়টি নিয়ে ভাবছেন। মৌমিতা বলেন, ‘অন্য অনেকের মতো আমিও মিডিয়াতে নিয়মিত কাজ করার চেষ্টা করছি। আমি মনে করি,এখানে চাকরি করছি। এখানে চাকরির মতোই নিয়মিতক কাজ করতে হয়। তবে কাজ করলেও, পরিবারের চাপ রয়েছে বিয়ে করার। অবশ্য আমি নিজেও মানসিকভাবে প্রস্তুত বিয়ে করার জন্য। একজন ভালো মনের মানুষ খুঁজছি। মানুষটা ভালো হওয়া জরুরী। সেই মানুষটিকে পেলেই আমি বিয়ে করব। এখন ছটকু আহমেদের ‘আহারে জীবন; সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। আমার অভিনয় জীবনের ক্যারিয়ারে কোনো সিনেমাতেই আমি এতো গুণী শিল্পীদের একসঙ্গে পাইনি। এ সিনেমায় পেয়েছি। মনে হচ্ছে, একটি অসাধারণ সিনেমার সাথে নিজেকে যুক্ত করলাম। উল্লেখ্য, গত সপ্তাহে মুক্তি পেয়েছে মৌমিতা অভিনীত ‘রাগী’ সিনেমাটি। এর আগে মৌমিতা অভিনয় করেছেন, কালাম কায়সারের ‘তোমারই আছি তোমারই থাকবো’, রাজু চৌধুরীর ‘তুই শুধু আমার’, সায়মন তারিকের ‘মাটির পরী’ ইত্যাদি। বর্তশানে তিনি তিনটি ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত। ধারাবাহিক নাটকগুলো হচ্ছে ‘প্রবাস পল্লী’,‘ ড্রাগন গ্যাং’ ও ‘বউ রাশি’।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন