শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

না বুঝে অনেকেই আমার দিকে আঙুল তোলেন -মুনমুন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

চিত্রনায়িকা মুনমুনের গায়ে অশ্লীল সিনেমার নায়িকার তকমা লেগে আছে। তবে তিনি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। বারবার তাকে এ নিয়ে যুক্তি উপস্থাপন করতে হচ্ছে। সম্প্রতি তিনি যুক্তি তুলে ধরে বলেছেন, আমি ১৯৯৬ থেকে ২০০৩ সাল পর্যন্ত সিনেমায় নায়িকা হিসেবে নিয়মিত কাজ করেছি। ওই সময় সিনেমায় অশ্লীলতা সেভাবে ছিল না। ২০০৬- ২০০৭ সালের দিকে সিনেমায় অশ্লীলতার জোয়ার ছিল। তত দিনে আমি চলচ্চিত্র থেকে সরে আসি। ১৯৯৬ থেকে ২০০৩ সাল পর্যন্ত আমার ছবি দেখলে, কোথাও অশ্লীলতা দেখা যাবে না। আমি যে হট পোশাক পরেছি, খোলামেলা পোশাক পরেছি, তার প্রমাণ কোথায়? তিনি বলেন, আমি যে পোশাক পরে অভিনয় করতাম, তখনকার সব নায়িকাই একই ধরনের পোশাক পরে অভিনয় করতেন। তখনকার আমার সিনেমাগুলো দেখলেই বোঝা যাবে। একটা মহল আমার পেছনে লেগে আমার এই সর্বনাশ করেছে। তিনি বলেন, ইলিয়াস কাঞ্চন, মান্না, শাকিব খান, আমিন খান, নাঈম, রুবেল, বাপ্পারাজসহ দেশের ‘এ গ্রেডে’র অনেক নায়কের বিপরীতে নায়িকা ছিলাম আমি। এই সময়ে এসেও অশ্লীলতার বিষয় নিয়ে আমাকে কেন বারবার প্রশ্ন করা হয়? না জেনে, না বুঝে অনেকেই আমার দিকে এ বিষয়ে আঙুল তোলেন। খুব কষ্ট লাগে। আমার ইতিহাসটা সবার জানা উচিত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন