সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

অনভ্যাসে আমার অভিনয় দক্ষতা হ্রাস পেয়েছে -আসাদুজ্জামান নূর

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’। খ ম খুরশীদের পরিচালনায় সিনেমাটি ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পায়। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন নিরব হোসেন ও সুনেরাহ বিনতে কামাল। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূর। তিনি বলেন, আমরা যারা রাজনীতিতে যুক্ত হয়েছি, আমাদের ব্যক্তিগত জীবন তেমন নির্ঝঞ্ঝাট নয়। আমাদের ব্যস্ততা একটু ভিন্ন ধরনের। একজন শিল্পী যখন অভিনয় করেন, তার যে মনঃসংযোগ ও একাগ্রতা প্রয়োজন, তার জন্য সময় বের করা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছে। ফলে হয়ত আমি অভিনয় অনেক কম করি বা করি না বললেই চলে। দীর্ঘদিন অভিনয় না করার ফলে, যেটা বলা হয় ‘অনভ্যাসে বিদ্যা হ্রাস পায়, আমারও বিদ্যা হ্রাস পেয়েছে। এতে কোনও সন্দেহ নেই। আগে যেমন নিয়মিত অভিনয় করতাম, সেই সময়কার দক্ষতা এখন অনেকটাই হারিয়ে গেছে। তবুও আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো। তিনি বলেন, এ সিনেমায় অভিনয়ের মূল কারণ শাজাহান ভাই। তিনি এর কাহিনীতে বীর মুক্তিযোদ্ধা, তার আবেগ দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, দেশপ্রেম দিয়ে একটি ইতিহাস ধারণ করবার চেষ্টা করেছেন। ফলে তার অনুরোধ, রাখাটা আমার জন্য অনিবার্য হয়ে পড়ে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন