ফেডারেশন কাপ তায়কোয়ান্দো প্রতিযোগিতার পুরুষ বিভাগে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজ এবং নারী বিভাগে বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ পাবলিক কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। রোববার জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত দুদিন ব্যাপী পুমসে টুর্নামেন্টের সমাপনী দিনে পুরুষ বিভাগে বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজ ৯টি স্বর্ণ, ১২ রৌপ্য ও ১০টি ব্রোঞ্জপদক জিতে সেরা হয়। রানার্সআপ মিরপুর ডিওএইচএস তায়কোয়ান্দো ক্লাব ৮ সোনা ও ৭টি রূপা জিতেছে। এদিন নারী বিভাগে বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ পাবলিক কলেজ ৯ সোনা ও ১৪টি রূপা জিতে চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ৪ স্বর্ণ, ৬ রৌপ্যও দুটি ব্রোঞ্জপদক জিতেছে। সমাপণী দিনের খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় তায়কোয়ান্দো ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল ও সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় দেশের ১০টি জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও ক্লাবের প্রায় ৩৫০জন তায়কোয়ান্দোকারা অংশ নেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন