শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জনসচেতনতামূলক ফিলারে পূর্ণিমা ও রওনক

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা ও অভিনেতা রওনক হাসান। মাত্র ৫ মিনিট ব্যাপ্তির একটি জনসচেতনতামূলক ফিলারে তারা অভিনয় করেছেন। গরিব দুখীর মামলার ব্যয়, বাংলাদেশ সরকার দেয়- এমন ¯ে¬াগান নিয়ে নির্মিত হয়েছে ফিলারটি। লিগ্যাল এইড ও ইউএনডিবি যৌথভাবে এই ডকুড্রামাটি তৈরি করেছে। বাংলাদেশে টেলিভিশনসহ দেশের বেশ কয়েকটি টিভি চ্যানেলে এটি প্রচার হবে। পরিচালনা করেছেন টুকু মজনিউল। গত শুক্রবার এর দৃশ্যধারণ হয়েছে পুবাইল ও গাজীপুরে। রওনক জানান, ফিলারটিতে আমরা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছি। আমাকে যৌতুক গ্রহণকারী ও স্ত্রী নির্যাতনকারী স্বামী হিসেবে দেখানো হলেও একটি বার্তা পৌঁছে দেয়ার কাজ করেছি। রওনক আরও জানান, পূর্ণিমা সঙ্গে এটি তার প্রথম কাজ। বেশ উপভোগ্য ছিল কাজের সময়টা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন