কানাডায় বসবাসরত সঙ্গীতশিল্পী আশরাফুল পাভেল নিয়মিত গান করে যাচ্ছেন। বিদেশেই শুটিং করে ভিডিও নির্মাণ করেন সেই সব গানের। গানের সাথে যুক্ত করেন বিদেশী মডেল। সম্প্রতি তার নতুন গান ‘দুবাই শপিংয়ে যাব’ প্রকাশিত হয়েছে। গানটির কথা, সুর, সঙ্গীত ও কন্ঠ দিয়েছেন আশরাফুল পাভেল। গানটির শুটিংও হয়েছে দুবাইয়ে। সেখানের ভিন্ন ভিন্ন লোকেশনে চিত্রায়ন করা এই গানে মডেল হিসেবে পারফর্ম করেছেন লেবাননের মডেল লিওয়া খাওয়াসি এবং ভারতের অভিনেত্রী শাইল শর্মা। সিনেমাটোগ্রাফী করেছেন অরুণ পাঠক। নতুন গান নিয়ে পাভেল বলেন, গানটির অডিও করার পর মনে হলো, গানটির ভিডিও দুবাইতে গিয়ে করলেই পারফেক্ট হবে। এ চিন্তা থেকেই গানটির শুটিং দুবাইয়ে গিয়ে করি। কানাডা থেকে পুরো ভিডিও টিম নিয়ে আমরা দুবাই গিয়ে দুই দিন শুটিং করে গানটি শেষ করেছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে এই গানটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন