স্পেনের মধ্যাঞ্চলের একটি গ্রামে পারিবারিক কলহ থামাতে গিয়ে প্রাণ গেল পুলিশ ও প্রতিবেশীর। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, বুধবার (২৬ অক্টোবর) আরগামাসিলা দি ক্যালাত্রাভা এবং ভিল্লামায়োর দি ক্যালাত্রাভা গ্রামের মধ্যকার রাস্তার পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া বাধে ৮১ বছর বয়সী এক বৃদ্ধ ও তাঁর ৫০ বছর বয়সী ছেলের মধ্যে। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এমন পরিস্থিতি প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে বাবা-ছেলের ঝগড়া থামানোর চেষ্টা করলে গুলি চালায় বৃদ্ধের ছেলে। এ সময় ঘটনাস্থলেই নিহত হন এক পুলিশ সদস্য ও এক প্রতিবেশী। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারী নিহত হয়।
এদিকে হামলার সময় বৃদ্ধ ওই বাবা পালিয়ে যেতে সক্ষম হন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন