টিকটকে ভিডিও বানাতে গিয়ে একপর্যায়ে স্ত্রী গালে থাপ্পড় মারে স্বামী। আর এই ঘটনায় এক বছরের কারাদণ্ড হয়েছে ওই ব্যক্তির। খবর এনডিটিভি’র।
ইউরোপের দেশ স্পেনের উত্তরাঞ্চলীয় শহর সোরিয়াতে এ ঘটনা ঘটে। ২৮ জানুয়ারি সকালে টিকটকে লাইভে আসেন ওই দম্পতি। যেখানে ভুক্তভোগী নারীর সাথে তার স্বামী ছাড়াও আরও দুই পুরুষ ছিলেন। তারা মারামারি করবেন, আর তা সরাসরি টিকটকে দেখানো হবে-এমনটাই ছিল নিয়ম। পরে দর্শকদের ভোটে একজন বিজয়ী নির্বাচিত হবেন।
লাইভ শুরুর একপর্যায়ে স্ত্রীর গালে কষিয়ে চড় মারতে দেখা যায় অভিযুক্ত ব্যক্তিকে। এতে কেঁদে ফেলেন ওই নারী। পরে এ ভিডিও ভাইরাল হয়। যদিও ভুক্তভোগী নারী অভিযোগ করতে রাজি ছিলেন না। কিন্তু আইনি ঝামেলা এড়াতে পারেননি ওই ব্যক্তি।
পুলিশের অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (২৭ ফেব্রুয়ারি) স্পেনের একটি আদালত অভিযুক্ত ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া তিনি আগামী তিন বছর তার স্ত্রীর ৩০০ মিটারের (১ হাজার ফুট) মধ্যে যেতে পারবেন না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন