প্রথমবারের মতো দেশে তৈরি দ্বিমাত্রিক অ্যানিমেশন সিরিজ প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। প্রতি শনিবার সকাল ১০.৩৫ মিনিটে মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় ‘জঙ্গলে মঙ্গল’ নামে এই অ্যানিমেশন সিরিজটি প্রচার হচ্ছে। সিরিজটি নির্মাণ প্রসঙ্গে মাহবুবা ফেরদৌস জানান, শিশু-কিশোরদের মনন বিকাশের জন্য নানা অনুষ্ঠান প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শিশু-কিশোরদের জন্য দ্বিমাত্রিক অ্যানিমেশন সিরিজ ‘জঙ্গলে মঙ্গল’। এই অ্যানিমেশন সিরিজ তৈরিতে দেশীয় অ্যানিমেটর ও কলাকুশলীদের সমন্বয় করা হয়েছে। এটিই দেশের টেলিভিশন ইতিহাসে প্রচারিত প্রথম পূর্ণাঙ্গ অ্যানিমেশন সিরিজ। এখন খুব সহজে বিদেশী কনটেন্টের বাংলা শিশু-কিশোরদের কাছে পৌছে যাচ্ছে, সেই প্রেক্ষিতে আমরা ভিন্নমাত্রিক কাজের চেষ্টা করছি। রহস্যময় এক গল্পের প্রেক্ষিতে গড়ে উঠেছে ‘জঙ্গলে মঙ্গল’। একদল শিশু-কিশোর বুদ্ধিবৃত্তিক উপায়ে দারুণসব সমস্যা সমাধানের মাধ্যমে ইতিবাচক দিক তুলে ধরছে, এমন প্রেক্ষিত নিয়েই এর গল্প। অ্যানিমেশন সিরিজটি রচনায় আছে মমিন বিশ্বাস, নির্মাণে শফিক পাহাড়ি ও ডবল ক্লিক অ্যানিমেশন। একদল ক্ষুদ্র নৃত্বাতিক জাতিগোষ্ঠীর তরুণরা কাজ করেছেন এই অ্যানিমেশন নির্মাণে। প্রকল্প সমন্বয়ে আছেন ইকবাল মুন্না ও গবেষণায় যুক্তরাষ্ট্রের স্টেট বিভাগের প্রাক্তনি আশা জাহিদ। এছাড়াও বিটিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেখা যাবে এই অ্যানিমেশন সিরিজটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন