শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ধারাবাহিক নাটকে আবুল হায়াতের চার বউ এক প্রেমিকা!

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২২, ১২:০১ এএম

নির্মাতা-অভিনেতা হাসান জাহাঙ্গীর বরাবরই ধারাবাহিক, একক নাটক ও টেলিফিল্মে ভিন্ন ধরনের গল্প উপস্থাপন করেন। ইতোমধ্যে তার নির্মিত ধারাবাহিক বয়রা পরিবার, চাপাবাজ, রঙিন দুনিয়া, নন্দিনী, কথা কাজে মিল নেই ধারাবাহিকগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে। তার নাটকে বরাবরই শিল্পীদের নিয়ে চমক থাকে। এই চমকের অংশ হিসেবে সম্প্রতি নির্মাণ করেছেন সামাজিক প্রেক্ষাপটের নাটক ‘ফ্যামিলি ডিসটেন্স’ যাতে একসঙ্গে অভিনয় করেছেন দর্শকপ্রিয় সিনিয়র অভিনেতা-অভিনেত্রীরা। এদের মধ্যে রয়েছেন আবুল হায়াত, দিলারা জামান, ডলি জহুর, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ ও সাবেরী আলম। চমকের বিষয় হচ্ছে, ধারাবাহিকটিতে আবুল হায়াতের চার বউ ও এক প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন তারা। এর গল্পে দেখা যায়, আবুল হায়াত সম্পদশালী। কোনো কিছুর অভাব নেই। অভাব শুধু সন্তানের। সন্তানের জন্য চারটি বিয়ে করেছেন। একদিকে সন্তানের জন্য হাহাকার, অন্যদিকে সম্পদ নিয়ে নানা জটিলতার মধ্য দিয়ে ধারাবাহিকের গল্প এগুতে থাকে। হাসান জাহাঙ্গীর বলেন, আমাদের সমাজে অনেকে সম্পদশালী হলেও নিঃসন্তান। অনেকে সন্তানের জন্য বহুবিবাহ করে থাকেন। তাদের জীবনে অশান্তি যেমন থাকে, তেমনি থাকে নানা সমস্যা। একটি পরিবারের নানা সমস্যার বিষয় ধারাবাহিকটির গল্পে তুলে ধরা হয়েছে। আশা করছি, ধারাবাহিকটি দর্শক দারুণ উপভোগ করবেন। এতে অন্যান্যদের মধ্যে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, চাঁদনী, হাসান জাহাঙ্গীরসহ আরো অনেকে। ১৯ নভেম্বর থেকে বৈশাখী টেলিভিশনে এটি প্রচার শুরু হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
মোহাম্মদ মাকবুল হোসেন সরকার ২৮ অক্টোবর, ২০২২, ৯:০০ এএম says : 0
আবুল হায়াতের চরিত্রের বারোটা বাজাইয়া দিলো পরিচালক
Total Reply(0)
Abu Taher Talukder ২৮ অক্টোবর, ২০২২, ১০:৫৫ এএম says : 0
শেষ পর্যন্ত আপনিও?
Total Reply(0)
Faruque GM ২৮ অক্টোবর, ২০২২, ৯:০০ এএম says : 0
ঊৎসাহ উদ্দীপনা প্রেরনাময়
Total Reply(0)
Kazi Saiful ২৮ অক্টোবর, ২০২২, ৯:০০ এএম says : 0
আর এই দিকে আমার একটা ও নেই
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন