শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রানীশংকৈলে যুবকের লাশ উদ্ধার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২২, ৯:৩৫ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কোচিং সেন্টারের এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায় ২৭অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া বামুনদিঘী নামক স্থানে রাস্তার পাশে ফসলি মাঠ থেকে এক কোচিং শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত হোসেন আলী (২৪) ভরনিয়া সম্পদবাড়ি এলাকার নুরুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কোচিং শিক্ষক ছিল৷

স্থানীয়রা ও পুলিশ জানায়,বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা রাস্তার পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। এসময় স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে মরদেহের উদ্ধার করে প্রাথমিক সুরতহাল তৈরি করে পুলিশ।
ঠাকুরগাঁও জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেন।

এদিকে পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে তাঁকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। নিহতের বোন রুমি,ছোট ভাই আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, তাঁদের গ্রামেরই অনুকূল ও ইশার সঙ্গে তাঁর ভাইয়ের মামলা ছিল। ইশা ও অনুকূল আপন ভাই। অনুকূলের মেয়ের সঙ্গে তাঁর ভাই হোসাইনের প্রেম-ভালোবাসা থেকে বিয়ে হয়েছিল। সেই বিয়ে মেনে নেননি অনুকূল। পরে মামলা করে হোসাইনের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে নিয়েছিলেন।

হোসেন এবং তার ছোট ভাই রাজ্জাককে প্রাণ নাশের হুমকি দিয়েছিল কয়েকদিন আগে। এমন তথ্য জানিয়ে নিহত হোসাইনের ভাই আব্দুর রাজ্জাক। তিনি আরো বলেন, কিছুদিন আগে তাঁর ভাইকে রাস্তায় আটকিয়েছিল অনুকূল।

এদিকে নিহতের বোন রুমি জানান, কোচিং সেন্টারে কিছুদিন আগে পড়ায় গাফিলতির কারণে এক শিক্ষার্থীকে শাসন করেছিলেন হোসাইন।
সে কারণে তাঁকে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছিলেন ভরনিয়া এলাকার মুসা মাস্টার। নিহতের বোনের দাবি,অনুকূল,ইশা ও মুসা মাস্টার মিলে তাঁর ভাইকে হত্যা করে মরদেহ ফসলি জমিতে ফেলে রেখেছেন। তাঁদের বিচারের দাবি করেন তিনি। নিহত হোসাইনের মা হোসনা খাতুন বলেন, ‘কিছুদিন আগে এক শিক্ষার্থীকে পড়ায় গাফিলতির কারণে শাসন করার অভিযোগে মুসা মাস্টার মারের বদল মার দেওয়ার হুমকি দিয়েছিল।’ তিনি দাবি করেন, অনুকূল ও ইশার সঙ্গে ছিল মামলা।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়,অভিযুক্ত মুসা মাস্টার এরই মধ্যে একটি হত্যা মামলার ১নং আসামি হিসেবে দীর্ঘদিন কারাবাসে ছিলেন।অভিযুক্ত অনুকূল ও ইশার বক্তব্য নিতে তাঁদের বাড়িতে গেলেও তাঁদের পাওয়া যায়নি। তবে অভিযুক্ত মুসা মাস্টার বলেন,কোচিংয়ের শিক্ষার্থীকে মারধরের কারণে ওই শিক্ষার্থীর বাবা সফিকুল আমার কাছে বিচার নিয়ে এসেছিলেন। তবে কোচিংয়ের বিষয়ের কারণে সেই বিচার আমি করতে চাইনি। পরে চেয়ারম্যানকে দেখিয়ে দিয়েছিলাম।’ হুমকি প্রসঙ্গে বলেন,কাউকে আমি হুমকি দিইনি।ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন,নিহত কোচিং শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের একটি বিচার এসেছিল। স্থানীয় বিএসসি শিক্ষক মোশাররফ বিষয়টির মীমাংসা করে দিয়েছিলেন। সেটি নিয়ে কোনো অভিযোগ আর ছিল না।’রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ ইকবাল বলেন,মরদেহের ডান হাতে ও বুকে ক্ষত পাওয়া গেছে। মরদেহের ময়নাতদন্ত হলে মৃত্যুর রহস্য উদ্‌ঘাটিত হবে।নিহতের স্বনদের অভিযোগের বিষয়ে ওসি বলেন, ‘নিহত শিক্ষকের পরিবার মৃতের জন্য দায়ী করে যাদের নাম বলছে,তাঁদের বিষয়েও আমরা খোঁজ-খবর নিচ্ছি।
রিপোর্ট লেখা পর্যন্ত অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন