সম্প্রতি মাসুম শাহরিয়ারের রচনা ও অভিনেতা রহিম সুমন এর প্রথম পরিচালনায় নির্মিত হয়েছে সিঙ্গেল নাটক ‘সাবকনসাস’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র , নাদিয়া আফরিন মীম, মাসুম বাশার , টুনটুনি সোবাহান, রফিউল্যাহসহ আরো অনেকে। নাটকটির শুটিং হয় উত্তরাস্থ দিয়াবাড়িসহ অন্যান্য লোকেশনে। সাবকনসাস একটি সাইক্লোজিক্যাল ড্রামা। নাটকটির এডিটিং শেষে শিঘ্রই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন