বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

৫৮ বছর ধরে ‘এসো গান শিখি’ অনুষ্ঠান করছেন ফেরদৌসী রহমান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয়। এর ঠিক দু’দিন পরই বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের কিংবদন্তী ফেরদৌসী রহমানের হাত ধরে যাত্রা শুরু হয় গান শেখানোর অনুষ্ঠান ‘এসো গান শিখি’। সেই থেকে আজ পর্যন্ত প্রায় ৫৮ বছর ধরে বাংলাদেশ টেলিভিশনে এই অনুষ্ঠান নিয়মিত করে যাচ্ছেন ফেরদৌসী রহমান। এখনো মাসে চারবার এই অনুষ্ঠান বিটিভিতে প্রচার হয়। ফেরদৌসী রহমান বলেন, দেখতে দেখতে এতটা বছর পেরিয়ে গেছে টেরই পাইনি। ৫৮ বছর একটি অনুষ্ঠান করা আল্লাহর অশেষ রহমত ছাড়া কিছুই নয়। একটি অনুষ্ঠান ধারাবাহিকভাবে চালিয়ে নেয়া বিটিভি কর্তৃপক্ষেরও আন্তরিকতার পরিচয়। ‘এসো গান শিখি’ সত্যিকার অর্থেই একটি ঐতিহাসিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই ইতিহাসের সাথে আমি সম্পৃক্ত, এটা পরম ভালোলাগার। শুরু থেকে আজ পর্যন্ত যারা এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত তাদের প্রতি আন্তরিক কতৃজ্ঞতা, ভালোবাসা। আল্লাহর অশেষ রহমতে এই অনুষ্ঠান আমি এখনো করে যেতে পারছি, এটা অনেক বড় ব্যাপার। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন। ফেরদৌসী রহমান একাধারে একজন পল্লীগীতি, রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত ও প্লেব্যাক সিঙ্গার। সাফল্যের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা, সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশে নানা পুরস্কারে সম্মানিত হয়েছেন। ফেরদৌসী রহমান প্রথম গান করেন রেডিওর ‘খেলাঘর’ অনুষ্ঠানে ১৯৪৮ সালে। ‘আসিয়া’ সিনেমাতে তার বাবা পল্লীগীতি সম্রাট আব্বাসউদ্দিনের সুরে আব্দুল করিমের লেখা ‘ও মোর কালারে’ গানটি গান। তার আগে ‘এদেশ তোমার আমার’ সিনেমা মুক্তির মধ্যদিয়ে একজন প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে তাঁর অভিষেক হয়। ফেরদৌসী রহমানের জন্ম কোচবিহারে ১৯৪১ সালের ২৮ জুন। ফেরদৌসী রহমান বাংলাবাজার স্কুল থেকে এসএসসি, ইডেন কলেজ থেকে এইচএসসি, ঢাকা বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স, মাস্টার্স এবং পরবর্তীতে ইউনেস্কো ফেলোশিপ নিয়ে লন্ডনের ট্রিনিটি কলেজ অব মিউজিক থেকে স্টাফ নোটেশন কোর্স সম্পন্ন করেন। বাংলাদেশ টেলিভিশেনর ‘এসো গান শিখি’ অনুষ্ঠানের মাধ্যমে ‘খালামনি’ হিসেবে এখনো দারুণ জনপ্রিয় তিনি। ফেরদৌসী রহমান হারুনর রশীদ (হারুনুর না) পরিচালিত ‘মেঘের অনেক রং’ সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। প্রয়াত রবিন ঘোষের সঙ্গে যৌথভাবে তিনি ‘রাজধানীর বুকে’ সিনেমার সঙ্গীত পরিচালনার কাজ করেন প্রথম। প্রায় ২৬০টি সিনেমাতে গান গেয়েছেন তিনি। তিনটি লং প্লে, ৫০০টি ডিস্ক রেকর্ড, প্রায় বিশটি ক্যাসেট’সহ পাঁচ হাজারেরও বেশি গান তার রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন