বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

দুই বাংলায় সিনেমার বাজার প্রসারে নিরন্তর কাজ করছি-আব্দুল আজিজ

প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন প্রতিবেদক : ভারতের কলকাতায় সাড়া জাগিয়ে এবার ঢাকায় মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার সিনেমা ‘হিরো ৪২০’। গত ১২ ফেব্রুয়ারি সিনেমাটি কলকাতায় মুক্তি পায়। মুক্তির পর দর্শকের মধ্যে বেশ সাড়া জাগায়। এবার সিনেমাটি আগামীকাল বাংলাদেশে মুক্তি পাচ্ছে। প্রায় ৮০টির অধিক সিনেমা হলে এটি মুক্তি পাবে। সিনেমাটির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ আশা প্রকাশ করে বলেছেন, হিরো ৪২০ সিনেমাটি গত সপ্তাহে কলকাতায় মুক্তি পাওয়ার পর সেখানের দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। আমার বিশ্বাস, সিনেমাটি বাংলাদেশের দর্শকের মাঝেও ব্যাপক সাড়া জাগাবে। তার ইঙ্গিত ইতোমধ্যে আমরা ইউটিউবে সিনেমাটির টিজার প্রকাশ করার পর অভাবনীয় সাড়া পেয়েছি। আশা করছি, দর্শক সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখে অভিভূত হবেন। তিনি বলেন, আমরা বরাবরই দর্শকের চাহিদা মাথায় রেখে সময়োপযোগী সিনেমা নির্মাণে বিশ্বাসী। এ লক্ষ্য সামনে রেখেই দুই বাংলায় আমাদের সিনেমার বাজার প্রসারে নিরন্তর কাজ করে চলেছি। সিনেমার গল্প, গান, অনিন্দ্য সুন্দর লোকেশন সর্বোপরি প্রযুক্তির আধুনিক ব্যবহারের মাধ্যমে সিনেমা নির্মাণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ধারাবাহিকতায় হিরো ৪২০ সিনেমাটি নির্মাণ করা হয়েছে। দর্শক তার মনের মতো একটি সিনেমা উপভোগ করতে পারবেন, এটুকু বলতে পারি। উল্লেখ্য, ‘হিরো ৪২০’ পরিচালনা করছেন বাংলাদেশের সৈকত নাসির।  প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া এবং ভারতের ওম এবং রিয়া সেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন