কুড়িগ্রামের উলিপুরে তিস্তা মহা পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন সফল করার দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
তিস্তা বাঁচাও-নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উলিপুর শাখা কর্তৃক আয়োজিত গত শুক্রবার বিকেল ৪ ঘটিকায় উপজেলার কদমতলা হাই স্কুল মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হলে সেখানে শত শত মানুষের উপস্থিতি ঘটে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও-নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ শফিয়ার রহমান, উপদেষ্টা সদস্য এডভোকেট কামরুজ্জামান মুন্সী রানা, সংগ্রাম পরিষদের উলিপুর শাখা সভাপতি মশিউর রহমান, সংগ্রাম পরিষদ দলদলিয়া ইউনিয়ন শাখা সভাপতি মোশারফ হোসেন মুন্সী, স্ট্যান্ডিং কমিটির সদস্য বখতিয়ার হোসেন শিশির প্রমুখ। বক্তারা বলেন, তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের পশ্চাৎপদ রংপুর বিভাগের অবহেলিত জনগোষ্টির দারিদ্রতা দূর হওয়ার পাশাপাশি প্রতি বছরে নদী ভাঙ্গনের শিকার দূর্গত মানুষের ভাগ্য উন্নয়ন ও তাদের অর্থনৈতিক উন্নতি যেমন বৃদ্ধি হবে তেমনি দেশের কৃষিতে বৈপ্লবিক জাগরণ সৃষ্টি হবে। ফলে এ অঞ্চলে কৃষি ভিত্তিক বিভিন্ন কল-কারখানা গড়ে উঠলে বেকার যুবক-
যুবমহিলাসহ কর্ম সংস্থান খুঁজে পাবে কর্মহীনরা।
সারাবিশ্বে ক্লাইমেট চেঞ্জা'র বিরূপ প্রভাব থেকে এ অঞ্চলের তথা গোটা দেশের জীব-বৈচিত্র প্রাণ ফিরে পাবে। তাই, এ নদীর শাখা-প্রশাখা ছোট নদী যেমন, বুড়ী তিস্তা, ঘাঘট ইত্যাদি নদী গুলোকেও খননের আওয়াতা আনে রংপুরসহ উত্তরাঞ্চলকে একটি কৃষি উৎপাদনি ক্ষেত্রবিন্দুতে পরিনত করতে হবে।
দেশের খাদ্য উৎপাদনে এ অঞ্চল অগ্রনী ভুমিকা পালন করে আসলেও উন্নয়নের দিক থেকে এখানকার মানুষ চরম বৈষম্যের শিকার। তাঁরা মাননীয় প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করে বলেন, 'তিস্তার মহা পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে সেই বৈষম্য দূর ও দ্রুত বাস্তবায়ন সফল করতে এ বছর'ই কার্যক্রম শুরু করার দাবী এবং উদাত্ত আহ্বান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন