ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নিখোঁজের তিনদিন পর পাগলা থানা এলাকার খুরশীদমহল ব্রীজের নীচ থেকে এক অটো রিক্সাচালকের লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ। সোমবার (৩১ অক্টোবর) দুপুর ৩টার দিকে পাগলা থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করে। নিহত অটোরিক্সাচালক নাসির উদ্দিন (৪৪) উপজেলার গফরগাঁও থানার তেতুঁলিয়া গ্রামের মৃত আব্দুল রহিমের ছেলে। নিহতের স্ত্রী মনোয়ারা বেগম (৩৪) জানায়, নাসির উদ্দিন গত শনিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরেনি। গত রবিবার (৩০ সেপ্টেম্বর) নাসিরের ভাই নূরুল আমিন গফরগাঁও থানায় একটি সাধারন ডায়েরী করে। সোমবার সকালে গফরগাঁও-হোসেনপুর সড়কের খুরশীদ মহল ব্রীজের নীচে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পাগলা থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ লাশটি এসে উদ্ধার করে। লাশের গলায় গামছা পেচানো ছিল। লাশটি প্রায় অর্ধগলিত হয়ে গিয়েছিল এবং গন্ধ ছড়াচ্ছিল। নিহতের ভাই জালাল উদ্দিন (৫০) জানায়, তারা যখন বিভিন্ন জায়গায় নাসিরের খোঁজ করছিল তখন খবর পায় খুরশিদমহল ব্রীজের নীচে একটি লাশ পড়ে আছে। সে সহ পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে লাশটি সনাক্ত করে। নাসির উদ্দিনের অটোরিক্সাটির খোঁজ পাওয়া যায়নি। পরিবারের লোকজনের ধারনা নাসির উদ্দিনকে খুন করে ছিনতাইকারীর দল অটোরিক্সাটি ছিনতাই করে নিয়ে গেছে। গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, নিহতের ভাই নূরুল আমিন জিডি করার পর আমরা বিভিন্ন জায়গায় সন্ধান করছিলাম । নিহতের মোবাইল বন্ধ পাওয়া যায়। পাগলা থানার ওসি মোঃ রাশেদুজ্জামান জানান, নিহতে নাসির উদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন