বিনোদন ডেস্ক: ১৬ ডিসেম্বর দনিয়া বিজয়ের নাট্যৎসবে, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণ মঞ্চে সন্ধ্যা-৬.৩০টায় চন্দ্রকলা থিয়েটার মঞ্চায়ন করতে যাচ্ছে মৌলিক হাসির নাটক ‘তন্ত্রমন্ত্র’। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন এইচ আর অনিক। অভিনয় করেছেন মাসুম, আনিস, হাসান, মলি, আব্দুল মান্নান, বাধন, আহাদ, রবিন, তানজিল, আপন, অবনী, ও এইচ আর অনিক। সঙ্গিত পরিচালনায় করেছেন এস এম অঙ্গন। চন্দ্রকলা থিয়েটার ২০১১ সালের মে মাসে তন্ত্রমন্ত্র নাট্যৎসবের আয়োজন করে। উৎসবে তন্ত্রমন্ত্র নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয়। সে বছরই বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে তন্ত্রমন্ত্র নাটকটি মঞ্চায়ন হয়। ভারতের পশ্চিম বঙ্গের পর্যটন মন্ত্রি ব্রাত্যবসুর আমন্ত্রণে দমদম নাট্যৎসবেও নাটকটি মঞ্চায়ন করা হয়। দনিয়া বিজয়ের নাট্যৎসবে চার বছর পর তন্ত্রমন্ত্র নাটকটি মঞ্চায়ন করা হচ্ছে। এইচ আর অনিক বলেন, চন্দ্রকলা প্রতিষ্ঠা লগ্ন থেকেই নাটকের কল্যাণে কাজ করে আসছে। আমরা সব সময় নতুনত্বেরে সন্ধানে উন্মুখ। তারই ধারাবাহিকতায় নাটক তন্ত্রমন্ত্র।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন