রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

ডোনেৎস্কের আরেকটি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মুক্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২২, ১:২৩ পিএম

ডোনেৎস্কের আরেকটি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মুক্তডোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর) এর কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পাভলোভকার সম্পূর্ণরূপে মুক্ত করা হয়েছে, চেচনিয়ার প্রধানের সহযোগী এবং আখমত বিশেষ অপারেশন ইউনিটের কমান্ডার আপটি আলাউদিনভ বলেছেন।

‘পাভলোভকা বন্দোবস্ত আজ সম্পূর্ণরূপে মুক্ত করা হয়েছে, তাই আমি মেরিন, বেসরকারী সামরিক সংস্থার কর্মীদের এবং যোগাযোগ লাইনের এই অঞ্চলে যারা সরাসরি (যুদ্ধে) নিযুক্ত ছিলেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাতে চাই,’ বৃহস্পতিবার রাতে আলাউদিনভ ‘ইভেনিং উইথ ভ্লাদিমির সলোভিয়েভ’ টিভি শোতে বলেছিলেন।

তিনি বলেন যে, আখমত স্পেশাল অপারেশন ইউনিটের যোদ্ধারা তাদের আক্রমণ অব্যাহত রেখেছে। ‘গতকাল, আমরা এলপিআরের দ্বিতীয় কর্পসের যোদ্ধাদের সাথে নিঝনিয়া বেলোগোরোভকার উপকণ্ঠে প্রবেশ করেছি। আমরা অন্যান্য ক্ষেত্রেও অগ্রগতি করছি। আমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই,’ তিনি যোগ করেছেন।

ডিপিআর-এর ভারপ্রাপ্ত প্রধান ডেনিস পুশিলিন বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে, পাভলোভকাকে মুক্ত করা হয়েছে এবং ৯০ শতাংশ এলাকায় মাইন পরিস্কার করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন