শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শিমুল বিশ্বাস সহ বিএনপির বহু নেতাকর্মী জামিনে মুক্ত

কেরানীগঞ্জ( ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৮ পিএম

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ বিএনপির বহু নেতাকর্মী জামিনে মুক্তি লাভ করেছে। আজ বুধবার বিকেল ৩টায় শিমুল বিশ্বাস, বিএনপি'র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন,বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুর রহমান ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে জামিনে মুক্ত হয়ে বেরিয়ে আসেন। এসময় সকাল থেকেই জেল গেটের সামনে অপেক্ষমান হাজার হাজার নেতা কর্মী তাদেরকে একেএকে ফুলের মালা দিয়ে বরণ করেন। গত ৭ডিসেম্বর রাজধানীর নয়াপল্টন বিএনপি'র কার্যালয় থেকে তাদের পুলিশ গ্রেফতার করে। দীর্ঘ ১ মাস ২৪ দিন জেল খাটার পর তারা জামিনে মুক্তি পেলেন। পরে নাম না জানা বহু বিএনপির নেতা কর্মীরা একে একে কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে কারাগার থেকে বের হয়ে আসেন। শিমুল বিশ্বাস সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীদের জামিনের কাগজপত্র তাদের আইনজীবীদের মাধ্যমে দুপুরের আগেই কারাগারে পৌঁছায়। কারা কর্তৃপক্ষ জামিনের কাগজপত্রসহ অন্যান্য অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিকতা শেষ করে তাদেরকে দুপুর ২ টার পর থেকে পর্যায়ক্রমে কারাগার থেকে মুক্ত করেন। এদিকে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সন্ধ্যায় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার কথা রয়েছে। অপরদিকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম নয়ন সহ একাধিক নেতাকর্মী জামিনে কারাগার থেকে মুক্তি পান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন