বুধবার শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবার সুবিধা নিয়ে চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া বাংলাবাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট-এর উদ্বোধন করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী এজেন্ট ব্যাংকিং আউটলেট-এর উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের, পাবলিক রিলেশনস ডিভিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসএম নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. ওয়াহিদুর রহমান, এজেন্ট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং বিভাগের প্রধান আলী নাহিদ খান, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমেদ চৌধুরী, আশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ হাশেম, আশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, এজেন্ট ব্যাংকিং আউটলেট-এর এজেন্ট অহিদুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন