শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

স্যামসাং ফোনে বড় ধরনের ত্রুটি, ব্যবহারকারীদের সতর্ক করল গুগল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২২, ১:১৬ পিএম

দক্ষিণে কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের ফোনে বড় ধরনের ক্রুটি খুঁজে ‍গুগল। গুগল জানিয়েছে, স্যামসাংয়ের অনেক স্মার্টফোনে ত্রুটি রয়েছে। এই ত্রুটি প্রতিষ্ঠানটির স্মার্টফোনের কাস্টম-বিল্ড সফটওয়্যারে উপস্থিত ছিল। তবে এখন এটি সংশোধন করা হয়েছে।

গুগল তাদের ব্লগে লিখেছে, কমার্সিয়াল সাভিলেন্স ভেন্ডররা এই ত্রুটির সুযোগ নিচ্ছিল।

মার্কিন টেক জায়ান্টটি আরও বলেছে, তাদের প্রজেক্ট জিরোর গবেষক ম্যাডি স্টোন প্রথম এই ত্রুটিটি ধরতে পারেন। তিনি জানিয়েছেন, স্যামসাংয়ের কাস্টম ওএস-এ সমস্যাটি লুকিয়ে ছিল। এর ফলে হ্যাকাররা ফোনের ডেটার অ্যাক্সেস পেতে পারে।

ওই গবেষক বলেছেন, বিশেষ করে এক্সিনস প্রসেসর দিয়ে চালিত ফোনগুলো এই ত্রুটির কারণে সমস্যায় পড়বে।


যদিও স্যামসাংয়ের পক্ষ থেকে সমস্যাটির সমাধান করা হয়েছে। তবে পুরানো স্যামসাং গ্যালাক্সি এস১০, গ্যালাক্সি এ৫০ এবং গ্যালাক্সি এ৫১ মডেলে সিকিউরিটি আপডেট না আসায় ওসব ফোনে এখনো সমস্যা রয়ে গেছে।

তথ্যসূত্র: টেকগাপ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন