গোপনীয়তা সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগে যুক্তরাষ্ট্রে ৩৯১ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা দিতে হয়েছে টেক জায়ান্ট গুগলকে। দেশটির ৪০টি অঙ্গরাজ্যের সম্মিলিত অভিযোগের ভিত্তিতে এই রেকর্ড পরিমাণ অর্থ জরিমানা দিয়ে আপস করতে হয়েছে অ্যালফাবেট মালিকানাধীন গুগলকে। গতকাল বুধবারের বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়। এতে বলা হয়, অ্যান্ড্রয়েডভিত্তিক স্মার্টফোনের ব্যবহারকারীদের লাইভ লোকেশন সংক্রান্ত তথ্য সংগ্রহ করে গোপনীয়তা ভঙ্গ করে গুগল। এর বিরুদ্ধে ৪০টি অঙ্গরাজ্য একত্রে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছিল। লোকেশন সংক্রান্ত তথ্যের ওপর ভিত্তি করে বিজ্ঞাপনদাতাদের থেকে বছরে প্রায় ২০০ বিলিয়ন ডলার আয় হয় গুগলের। জরিমানার পাশাপাশি আগামী ২০২৩ সাল থেকে তথ্যবিনিময়ে ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ বাড়াতে গুগলকে সতর্ক করেন যুক্তরাষ্ট্রের আদালত। ব্যবহারকারীরা কী তথ্য গুগলের সঙ্গে বিনিময় করবেন, সেই নিয়ন্ত্রণ ব্যবহারকারীদের কাছেই যেন থাকেছে বিষয়ে গুরুত্ব আরোপ করেন আদালত। অরিগন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল বলেন, বছরের পর বছর গুগল তাদের মুনাফা আয়ে ব্যবহারকারীদের গোপনীয় বিষয়গুলো হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। ২০১৪ সালে রাজ্যের ভোক্তা অধিকার সংক্রান্ত আইন ভঙ্গ করে লোকেশন ট্র্যাক সংক্রান্ত বিষয়ে ব্যবহারকারীদের মিথ্যা তথ্য দিয়ে আসছে গুগল। প্রসঙ্গত, ব্যবহারকারীদের লোকেশন সংক্রান্ত তথ্যের ওপর ভিত্তি করে বিজ্ঞাপনদাতাদের থেকে বছরে প্রায় ২০০ বিলিয়ন ডলার আয় হয় গুগলের। বিবিসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন