মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিন শিশুসহ অন্তত ২১ জন। নিয়ন্ত্রণ হারিয়ে নীল নদে বাস পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা।
গতকাল শনিবার রাজধানী কায়রো থেকে ১০০ কিলোমিটার দূরে ডাকাহলিয়া প্রদেশে এই দুর্ঘটনাটি ঘটেছে। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সম্ভবত স্ট্রিয়ারিং হুইলের গোলমালের কারণে নিয়ন্ত্রণ হারায় বাসটি। তার পর সোজা গিয়ে পড়ে নীল নদের খাতে।
তবে এই এলাকায় দুর্ঘটনার খবর বিরল নয়। গত জুলাইয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে গিয়ে ধাক্কা মারে একটি বাস। তাতে ২৩ জন নিহত হন, আহত হন ৩০ জন। অক্টোবরে মিনিবাসে ধাক্কা মারে একটি ট্রাক। তাতে অন্তত ১০ জনের প্রাণ যায়।
দেশটির কর্মকর্তারা বলছেন, ২০২১ সালে প্রাচীন এই শহরে প্রায় ৭০০০ মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন। সূত্র : দি মিরর
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন