শুক্রবার ১১ অক্টােবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ০৭ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

মিসরে ৩৮ বিক্ষোভকারীর যাবজ্জীবন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২৩, ১১:৪৭ এএম

মিসরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ এল-সিসির সরকারের বিরুদ্ধে ২০১৯ সালে বিক্ষোভে অংশ নেওয়ায় ৩৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির এক সামরিক আদালত৷ গত রোববার এই আদেশ দেওয়া হয়।

২০১৩ সালে অভ্যুত্থানের মাধ্যমে মোহাম্মদ মুরসি সরকার উৎখাতের পর প্রেসিডেন্ট হন এল-সিসি৷ এরপর পুলিশের অনুমোদন ছাড়া বিক্ষোভ আয়োজনের উপর নিষেধাজ্ঞা দিয়ে একটি আইন পাস করা হয়৷

২০১৯ সালে এল-সিসি ও সামরিক এলিটদের দুর্নীতির বিরুদ্ধে মিশরের কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছিল৷ এগুলো আয়োজনে পুলিশের অনুমোদন ছিল না৷

সুয়েজ শহরে এমনই এক বিক্ষোভে অংশ নিয়ে নিরাপত্তা বাহিনী ও সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংঘাত উসকে দেওয়ার দায়ে রোববার ৩৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়৷ এ ছাড়া ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে৷ এদের মধ্যে শিশুও আছে৷ তাদেরকে পাঁচ থেকে ১৫ বছর মেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে৷

যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া ৩৮ জনের মধ্যে ২৩ জন বিচারের সময় অনুপস্থিত ছিলেন৷ এদের একজন মোহাম্মদ আলি৷ এই ব্যবসায়ী এখন স্পেনে রয়েছেন৷ ২০১৯ সালে তিনি স্পেন থেকেই এল-সিসি ও সামরিক এলিটদের দুর্নীতির বিরুদ্ধে একটি ভিডিও প্রকাশ করে, যা ভাইরাল হয়৷ এরপরই মিশরের বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছিল৷

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন