রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ঢাকা থেকে বিশ্বকাপ ফুটবল নিয়ে থিম সং

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

২০ নভেম্বর কাতারে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। এ উপলক্ষে আনঅফিসিয়াল একটি থিম সং করেছেন গীতিকবি ও লেখক অনুরূপ আইচ ও গায়ক সানিয়াত সাত্তার। গানটির শিরোনাম ‘দ্য গেম অফ লাইফ’। এই প্রথম বাংলাদেশ থেকে ইংরেজি ভাষায় ফুটবল নিয়ে গান তৈরি করা হয়েছে। এটি প্রকশিত হয়েছে অস্ট্রেলিয়ান মিউজিক কাউন্সিল থেকে। এতে সহযোগিতা করেছে গান বাকশো মিউজিক। বিশ্বের নামিদামী ২৮০টি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে প্রকাশিত হয়েছে গানটি। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন সানিয়াত সাত্তার। সানিয়াত বলেন, বিশ্বকাপ উপলক্ষে ফুটবল নিয়ে গানটি করার পরিকল্পনা করেছিলেন গীতিকবি অনুরূপ আইচ। তার লেখা এই গানটি আমি সুরের প্রয়োজনে কিছু শব্দ ও বাক্য সংযোজন-বিয়োজন করে পরিবেশন করেছি। ফুটবল নিয়ে আমাদের থিম সংটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে প্রকাশিত হওয়ায় আশা করছি, বিশ্বের অনেক দেশের শ্রোতাদের কাছে পৌঁছে যাবে বাংলাদেশের এই গান। এটা অবশ্যই আমাদের জন্য আনন্দের। অনুরূপ আইচ বলেন, বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশ থেকে আমার লেখা আরও দুটি গান প্রকাশিত হবে। একটি বিশ্বনন্দিত ফুটবলার মেসিকে নিয়ে। অন্যটি ‘ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা’। তবে আন্তর্জাতিকভাবে প্রকাশিত আমাদের ইংরেজি গান ‘গেম অফ লাইফ’ নিয়ে আমি আনন্দিত। কারণ, বিশ্ব ফুটবলের আসরকে এমন একটা গান লিখে সারাবিশ্বের ইংরেজি গানের শ্রোতাদের উপহার দিতে পারা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। এজন্য সানিয়াত সাত্তারের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন