বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নেপাল নির্বাচনে হিন্দুপন্থী দলের হয়ে প্রচারে মনীষা কৈরালা

| প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

বর্তমানে বলিউড হোক বা টলিউড একাধিক তারকারা শুধু অভিনয়েই নয়, রাজনৈতিক ক্ষেত্র পর্যন্তও বিস্তার লাভ করেছেন। টলিউড ইন্ডাস্ট্রিতেও এর ভুরি ভুরি উদাহরণ। যেমন, দেব, মিমি, সায়ন্তিকা, মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়। পাশাপাশি বলিউডেও একাধিক তারকারা রাজনৈতিক দলে নাম লিখিয়ে নিজেদেরকে অভিনয় কেরিয়ার থেকে চিরকালের জন্যে সরিয়ে নিয়েছেন। এছাড়া বলিউডের অনেক অভিনেত্রীরা কেরিয়ারের মাঝপথেই অভিনয় ত্যাগ করেছেন। তাঁদের মধ্যে কেউ কেউ ঘর বেঁধেছেন, আবার কেউ কেউ স্বামীর সঙ্গে সুদূর বিদেশে গিয়ে সংসার পেতেছেন। যাই হোক, এবার আমাদের আলোচ্য বিষয়ে ফেরা যাক। বলিউডের একজন দাপুটে অভিনেত্রীর তালিকায় বরাবরই নাম যায় মনীষা কৈরালার। যদিও বর্তমানে তিনি অভিনয় থেকে অনেকটা দূরে। শোনা গিয়েছে, খুব শীঘ্রই সঞ্জয় লীলা বনসালীর ‘হীরামাণ্ডি’ ছবির মাধ্যমে অভিনয়ে প্রত্যাবর্তন করবেন তিনি। তবে এরই মধ্যে সম্প্রতি তিনি ঘোষণা করেছেন যে, ২০ নভেম্বর নেপালে নির্বাচনের আগে তিনি হিন্দুপন্থী রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির পক্ষে প্রচার শুরু করবেন, বর্ণবৈষম্যের কারণে নেপালের ঐতিহ্যবাহী ও জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস হয়ে গিয়েছে, যার ফলে নেপালের বিশাল ক্ষতি হয়ে গিয়েছে। উল্লেখ্য, নেপালের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী বিশ্বেশ্বর প্রসাদ কৈরালার নাতনি হলেন মনীষা কৈরালা। যিনি ছিলেন নেপালি কংগ্রেসের প্রতিষ্ঠাতাও। আজ অর্থাৎ শুক্রবার সেই দলের হয়ে অন্তত দুটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন মনিষা। অভিনেত্রী এদিকে টুইট করে জানিয়েছেন, ‘আমি আমার ব্যস্ত সময়সূচী থেকে কিছুটা সময় বের নিয়েছি। এবং জাতীয় প্রজাতন্ত্র পার্টির পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার জন্যে নেপালে আমার বাড়িতে যাচ্ছি।’ নেপালে আগামী ২০ নভেম্বর একক পর্বে সংসদীয় এবং প্রাদেশিক স্তরের নির্বাচন হতে চলেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন