শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কলাপাড়ায় মেছো বাঘ উদ্ধার

কলাপাড়া(পটুয়াখালী) উপজেলা প্রতিনিধি | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২২, ১২:০১ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় একটি মেছো বাঘ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। শুক্রবার সকাল দশটার দিকে নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রাম থেকে বাঘটি উদ্ধার করা হয়। হিংস্র এ বাঘটি ওই এলাকার কৃষক ওহাব গাজীর মাছের ঘেরে পাতা জালে আটকা পরে।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, ধারনা করা হচ্ছে, মাঝ বয়সী এ বাঘটি মাছ শিকারে ওই কৃষকের ঘেরে এসেছিলো। এটি স্থানীয়রা পিটিয়ে মারতে চেয়েছিলো। কিন্তু তার আগেই আমরা এ প্রানীটিকে উদ্ধার করি। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই এটিকে হাজীপুর বনে অবমুক্ত করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন