শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বিটিভিতে নাটক বাসন্তী রঙ শাড়ি

বিনোদন রিপোর্ট : | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২২, ১২:০১ এএম

আজ বিটিভিতে প্রচার হবে নাটক ‘বাসন্তী রঙ শাড়ি’। শুভাশিস সিনহার রচনায় এটি নির্দেশনা দিয়েছেন হাসান রেজাউল। মাহফুজার রহমানের প্রযোজনায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, হাসনাত রিপন, সাবিহা রিংকু, হিন্দোল রায়, ফাহিমসহ আরো অনেকে। প্রচার হবে আজ রাত ৯টায়। এর গল্পে দেখা যাবে, গোলাম রসুল আর জাহানারা স্বামী-স্ত্রী। রসুল একটি অফিসে কেরানির চাকরি করে। টানাপোড়েনের সংসার কিন্তু ভালোবাসার কমতি নেই। রসুলের কষ্ট হলো স্ত্রীর জন্য বাড়তি কোনোকিছুই করে দিতে পারেন না। আর জাহানারার দুঃখ এখনো সে নিঃসন্তান। আর্থিক চরম সংকটের এই অবস্থায় সংসারে আরেকজনকে নিয়ে আসতে রসুল নারাজ। জাহানারার ইচ্ছা শহরে বসন্ত উৎসব দেখতে যাবে। কিন্তু রসুলের একটা নতুন শাড়ি কিনে দেয়ার সামর্থ্য নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন