শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সামাজিক গল্পের নাটক প্রেম অল্প স্বল্প

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

 

 বৈশাখী টেলিভিশনে আজ রাত ১০টায় প্রচার হবে সামাজিক গল্পের নাটক ‘প্রেম অল্প স্বল্প’। মাহমুদ মাহিনের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয়ে করেছেন তানজিন তিশা, মুশফিক ফারহান, মনিরা মিঠু, শারমিন শর্মী, নওশীন মেঘলা, মাওলা কবির, নাঈমা নিশু প্রমুখ। পরিচালক মাহমুদ মাহিন বলেন, নাকটি মূলত একটি মেয়ের প্রেম নিয়ে নির্মিত হয়েছে। বাবা- মা মেয়েটির প্রেম মেনে না নিয়ে তার জন্য একের পর এক এক বিয়ে ঠিক করেন। মেয়েটি কৌশলে সব বিয়ে ভেঙ্গে দেয়। সে ধারাবাহিকতায় বাবা-মা আরেকটি বিয়ে ঠিক করে। পাত্র পক্ষ সরাসরি আসে মেয়েকে দেখতে। সঙ্গে পাত্রও আছে। পাত্রের সাথে আলাদা কথা বলার জন্য মেয়েটি তাকে নিয়ে ছাদে চলে যায়। গিয়ে তার প্রেমের কথা বলে। মেয়েটি তাকে জানায়, সে যাকে ভালোবাসে তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়। পাত্র কিছু যুক্তি দেয় মেয়েটিকে। তা ভালো লাগে মেয়েটির। এরপর বিয়ে হয় তাদের। কিন্তু মেয়েটির একটাই শর্ত, বাবা-মায়ের কারণে তারা বিয়ে করলেও তা আসলে সত্যি সত্যি বিয়ে নয় এটা লোক দেখানো বিয়ে।

বিনোদন রিপোর্ট: বৈশাখী টেলিভিশনে আজ রাত ১০টায় প্রচার হবে সামাজিক গল্পের নাটক ‘প্রেম অল্প স্বল্প’। মাহমুদ মাহিনের রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটিতে অভিনয়ে করেছেন তানজিন তিশা, মুশফিক ফারহান, মনিরা মিঠু, শারমিন শর্মী, নওশীন মেঘলা, মাওলা কবির, নাঈমা নিশু প্রমুখ। পরিচালক মাহমুদ মাহিন বলেন, নাকটি মূলত একটি মেয়ের প্রেম নিয়ে নির্মিত হয়েছে। বাবা- মা মেয়েটির প্রেম মেনে না নিয়ে তার জন্য একের পর এক এক বিয়ে ঠিক করেন। মেয়েটি কৌশলে সব বিয়ে ভেঙ্গে দেয়। সে ধারাবাহিকতায় বাবা-মা আরেকটি বিয়ে ঠিক করে। পাত্র পক্ষ সরাসরি আসে মেয়েকে দেখতে। সঙ্গে পাত্রও আছে। পাত্রের সাথে আলাদা কথা বলার জন্য মেয়েটি তাকে নিয়ে ছাদে চলে যায়। গিয়ে তার প্রেমের কথা বলে। মেয়েটি তাকে জানায়, সে যাকে ভালোবাসে তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়। পাত্র কিছু যুক্তি দেয় মেয়েটিকে। তা ভালো লাগে মেয়েটির। এরপর বিয়ে হয় তাদের। কিন্তু মেয়েটির একটাই শর্ত, বাবা-মায়ের কারণে তারা বিয়ে করলেও তা আসলে সত্যি সত্যি বিয়ে নয় এটা লোক দেখানো বিয়ে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন