শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইউক্রেনে ফের রুশ হামলার অভিযোগে জাতিসংঘে জেলেনস্কির নিন্দা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২২, ১১:৪২ এএম

রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে বড় ধরনের বিদ্যুৎহীনতা দেখা দেওয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছেন রুশ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার এক ভিডিওবার্তায় তিনি এ নিন্দা জানান। খবর বিবিসির।
তিনি বলেন, হীমাঙ্কের নিচে তাপমাত্রার সময়ে সন্ত্রাসী তরিকায় রাশিয়া ইউক্রেনের লাখ লাখ মানুষকে জ্বালানি, তাপ ও পানি পরিষেবার বাইরে রাখছে।
ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে এ হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি অফলাইনে চলে গেছে।
ইউক্রেনের দাবি, রুশ হামলার কারণে পাওয়ার প্ল্যান্টগুলো বন্ধ হয়ে যাওয়ায় লাখ লাখ মানুষকে বিদ্যুৎ ছাড়াই বসবাস করতে হচ্ছে।
জেলেনস্কির দাবি, কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তার দেশ। রাতভর বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করার চেষ্টা করা হয়েছে। কিয়েভের মেয়র জানিয়েছেন, রাজধানী শহরটির ৮০ শতাংশ মানুষ বিদ্যুৎ ও পানি ছাড়াই দিন কাটিয়েছেন। সূত্র : বিবিসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন