শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ওয়েব সিরিজে মায়াঙ চাঙ

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

‘ইন্ডিয়ান আইডল’ রিয়েলিটি শোখ্যাত মায়াঙ চাঙ একটি ওয়েব সিরিজে একজন সমকামীর ভূমিকায় অভিনয় করবেন।
চাঙ এর আগে চলচ্চিত্র আর টেলিভিশনেও অভিনয় করেছেন। এবার তিনি ডিজিটাল মাধ্যমেও কাজ করতে যাচ্ছেন। জানা গেছে এই সিরিজটিতে তাকে একেবারে ভিন্ন সাজে দেখা যাবে।
‘আনট্যাগ’ নামের এই সিরিজটিতে মায়াঙকে নিশ্চয় বড়ুয়া নামে এক বহুমুখী প্রতিভাসম্পন্ন মানুষের ভূমিকায় দেখা যাবে। সে একজন ম্যারাথন রানার, পেইন্টার এবং একজন কবিও, কিন্তু তার পরিচিতরা তাকে সমকামী বলে বিশেষায়িত করে থাকে।
জানা গেছে সিরিজটিতে বডি শেমিং (স্থূলকায় মানুষদের অপদস্থ করা) তেকে শুরু করে বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরা হবে। এই সিরিজটি ছয় পর্বে সীমাবদ্ধ থাকবে। একটি বিজ্ঞাপন এজেন্সিতে কর্মরত ছয়জন মানুষকে নিয়ে এর ছয়টি পর্ব। প্রতিটি ব্যাপারে হাস্যরস থাকবে।
মায়াঙ ছাড়াও ‘আনট্যাগ’ সিরিজটিতে আরও অভিনয় করবেন অঞ্জলি আনন্দ, দীপান্বিতা শর্মা, শিব প-িত, অ্যান্ডি এবং নবীন পোলিশেট্টি।
গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন